পাবনা জেলা আ’লীগের সম্মেলনে ডিলু সভাপতি, প্রিন্স সম্পাদক নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ৭:২৮:৫০,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: ৯ বছর পর উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত হলো পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুকে সভাপতি ও গোলাম ফারুক প্রিন্সকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে রেজাউল রহিম লাল নির্বাচিত হয়েছেন।
শহরের দোয়েল কমিউনিটি সেন্টারে গতকাল শনিবার সন্ধ্যায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে নির্বাচিতদের নাম ঘোষণা করেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।
শামসুর রহমান শরীফ ডিলু পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান ভূমিমন্ত্রী। এর আগের কমিটিতেও সভাপতি ছিলেন। অপরদিকে গোলাম ফারুক প্রিন্স পাবনা-৫ (সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। আগের কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বাকি পদের ঘোষণা পর্যায়ক্রমে দেওয়া হবে বলে দলীয় সূত্র জানায়। প্রসঙ্গত, ২০০৫ সালের ৫ এপ্রিল জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।