পাবনায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও পেট্রোলে আগুন দিয়ে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১০:৪৮:৪১,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: টানা অবরোধের ১২তম দিনে শনিবার পাবনায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও পেট্রোল ঢেলে আগুন দিয়ে বিক্ষোভ করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের গাছপাড়া এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা।
এর আগে সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুর এলাকায় রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এর বাইরে পিকেটিং বা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।