পাবনায় টায়ার জ্বালিয়ে ছাত্রদল নেতাকর্মীদের সড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ৮:৫৬:২৬,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ‘গণতন্ত্র পুনরুদ্ধার’র দাবিতে চলমান টানা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে পাবনায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে ছাত্রদল নেতাকর্মীরা। আজ শুক্রবার সকাল সাতটায় পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ গেট এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করে। পরে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর করে পুলিশ আসার আগেই পালিয়ে যায় ছাত্রদল কর্মীরা।