পানির ট্যাঙ্কে মিলল ‘নায়িকা’র মৃতদেহ
প্রকাশিত হয়েছে : ৬:০২:৩২,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক::
আবাসিক এলাকার পানীয় জলের স্বাদটা কয়েক মাস ধরেই কেমন অদ্ভুত লাগছিল বাসিন্দাদের। পানি খেয়ে সবাই বলছিলেন, বেশ মজাদার স্বাদ। কিন্তু ঠিক কী রকম খেতে, তা কেউ বলে বোঝাতে পারছিলেন না। ওই ট্যাঙ্কের পানিই ফ্ল্যাটের সবাই পান করেন। কিন্তু জলের অদ্ভুত স্বাদ কেন, কেউই বুঝতে পারছিলেন না। মঙ্গলবার কারণ প্রকাশ্যে আসতেই হাড়হিম হয়ে গিয়েছে আবাসনের বাসিন্দাদের। গা গুলিয়ে উঠেছে সকলের। ভয়ে অনেকে নির্বাকও হয়ে গিয়েছেন। কেন?
মেক্সিকো সিটি-র ঘটনা। শহরের একটি আবাসনের বাসিন্দারা বেশ কয়েক মাস ধরেই অভিযোগ করছিলেন, তাদের পানীয় জলের স্বাদ স্বাভাবিক লাগছে না। অনেকের মতে, স্বাদটি বেশ মজার। কেন এরকম ‘মজাদার’ স্বাদ তা খতিয়ে দেখতে, আবাসনের বাসিন্দারাই ট্যাঙ্কের ঢাকনা খোলার ব্যবস্থা করেন। তারপর যা দেখেন, তাতে সেই মুহূর্তেই অসুস্থ হয়ে পড়েন অনেকেই। ট্যাঙ্কে ভাসছে একটি পচা, গলা, ফুলে যাওয়া দেহ।
হ্যাঁ, ঠিকই পড়েছেন। দেহটি মেক্সিকোর এক উঠতি মডেল ও অভিনেত্রীর। নাম কারমেন ইয়ারিরা নরিয়েজা এসপারজা। পুলিশ জানিয়েছে, বছর সাতাশের ওই অভিনেত্রীর খোঁজ পাওয়া যাচ্ছিল না গত বছর ফেব্রুয়ারি থেকে। ওই আবাসনেই একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। ফ্ল্যাটটি দীর্ঘদিন ধরেই তালাবন্ধ ছিল। কারমেনের পরিবার ও বন্ধুরা কারমেনকে এতদিন হন্যে হয়ে খুঁজেছেন। কিন্তু কারমেনের খোঁজ পাওয়া যায়নি। সবাই ভেবেছিলেন, কারমেনকে হয়তো অপহরণ করা হয়েছে বা যৌন ব্যবসায় নামিয়ে দেওয়া হয়েছে। ফ্ল্যাটের পানীয় জলের ট্যাঙ্কে যে দেহ ভাসছে, তা কেউ দুঃস্বপ্নেও ভাবেনি।
পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পরই বোঝা যাবে, কেউ তাকে খুন করে ট্যাঙ্কে ফেলে দিয়েছে কিনা।