পানির ওপর দিয়ে হাঁটলেন পর্বতারোহী!
প্রকাশিত হয়েছে : ৫:৩৮:৩৬,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০১৪
অনলাইন ডেস্ক : স্লোভাকিয়ার দুই নাগরিকের পানির ওপর দিয়ে হাঁটার একটি ভিডিও সম্প্রতি প্রকাশিত হয়েছে। টমাস নানউক নামের এক ব্যক্তি ভিডিওটি ধারণ করেন। ভিডিওটি দেখে মনে হয়েছে, তারা বায়ুর মধ্য দিয়ে হাঁটছেন।
ভিডিওটি প্রকাশের পর সেটি নিয়ে অনলাইনে সৃষ্টি হয়েছে বিতর্কের। অনেকেই ভিডিওটিকে বলছেন, এটি দর্শকদের ফাঁকি দেয়ার জন্য নির্মাণ করা হয়েছে। তবে বিতর্কের পর ইগর লুডমা নামে স্লোভাকিয়ার এক পর্যটক বলেছেন, তাপমাত্রা যখন খুব দ্রুত পড়ে যায় তখন এরকমটি করা সম্ভব। নিউইয়র্ক ডেইলি নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, এরকম অবস্থার মধ্যেই ভিডিওটি ধারণ করা হয়েছে।
ভিডিওটি ইউটিউবে আপলোডের পর দুই মিলিয়নেরও বেশিবার ভিডিওটি দেখা হয়েছে।
ভেলকি হিনকেভো নামের ওই স্থানটি সমুদ্র সমতল থেকে ছয় হাজার ৩০০ ফিট উপরে অবস্থিত।
[youtube]8WBqX7MSqWw[/youtube]