‘পাচার হওয়া বাংলাদেশীদের একমাসের মধ্যে ফিরিয়ে আনা হবে’
প্রকাশিত হয়েছে : ৯:৩২:০১,অপরাহ্ন ০২ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
সম্প্রতি থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া আটকে পড়া ও সাগরে ভাসমান পাচারের শিকার বাংলাদেশিদের এক মাসের মধ্যে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক। আজ মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিং সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, বিভিন্ন দেশের পাচার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩০% বাংলাদেশী নাগরিক রয়েছেন। মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় আশ্রয় নেয়া এইসব নাগরিককে একমাসের মধ্যে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে।