পাক-ভারত সীমান্তে ফের সংঘর্ষ: নিহত ৫
প্রকাশিত হয়েছে : ৯:৩৫:৫৪,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও ভারতের সীমান্তে নতুন করে সংঘর্ষে অন্তত পাঁচ জন নিহত হয়েছে। জম্মু-কাশ্মিরের দক্ষিণে সাম্বা জেলায় এসব ব্যক্তি নিহত হয়। পাকিস্তান দাবি করেছে, ভারতের সেনাবাহিনীর গুলিতে চার বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় বাহিনী কাশ্মির সীমান্তবর্তী কয়েকটি গ্রামে রকেট চালিত গ্রেনেড হামলা চালানোর পর পাকিস্তানের রেঞ্জার্স এর জবাব দিয়েছে।
ইসলামাবাদের ওই দাবি প্রত্যাখ্যান করে নয়া দিল্লি বলেছে, ভারতীয় ভূখণ্ডে হামলা চালানোর অজুহাত তৈরি করতেই পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সীমান্তে চার ব্যক্তিকে হত্যা করেছে। সীমান্ত-সংঘর্ষে ভারতীয় এক সেনা নিহত হয়েছে বলেও নয়া দিল্লি দাবি করে।
গত আগস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শান্তি আলোচনা স্থগিতের ঘোষণা দেয়ার পরই পরমাণু শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমশ উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। কাশ্মির ইস্যুতে গত প্রায় ৬৭ বছর ধরে এই দুই দেশের সম্পর্কে টানাপড়েন চলছে। সহিংসতার কারণে কাশ্মিরে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে।