পাকিস্তান থেকে পরমাণু অস্ত্র কিনবে আইএস
প্রকাশিত হয়েছে : ৩:০৭:৫৬,অপরাহ্ন ২৩ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
ইরাক ও সিরিয়াভিত্তিক কট্টর ইসলামপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দাবি করেছে, আগামী এক বছরের মধ্যে তারা পারমাণবিক অস্ত্রের মালিক হবে। আর এই পরমাণু অস্ত্র কেনা হবে পাকিস্তান থেকে।
সংগঠনটির নিজস্ব ম্যাগাজিন দাবাক-এ প্রকাশিত এক নিবন্ধে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটেনের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট।
দাবাক-এ প্রকাশিত ওই নিবন্ধে জানানো হয়, আইএস খুব দ্রুত বিস্তৃত হচ্ছে। ফলে তারা আগামী এক বছরের মধ্যেই পরমাণু অস্ত্র কিনতে সক্ষম হবে। আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রটি হবে আইএসের। আর এর প্রমাণ আগামী এক বছরেই পাবে বিশ্ব।
‘দ্য পারফেক্ট স্টর্ম’ নামের নিবন্ধটিতে বোকো হারামের মতো ইসলামিক জঙ্গি দলের কথাও উল্লেখ করা হয়েছে। আফ্রিকার বোকো হারাম গোষ্ঠীটি কিছুদিন আগেই আইএসআইএসের প্রতি নিজেদের আনুগত্য প্রকাশ করেছে।
আইএসের পক্ষ থেকে দাবি করা হয়, ইরাক ও আমেরিকার কাছ থেকে এরই মধ্যে ট্যাংক, রকেটলঞ্চার, মিসাইল সিস্টেম, অ্যান্টি এয়ারক্রাক্ট দখল করেছে আইএস জঙ্গিরা। এর পরের লক্ষ্য পরমাণু অস্ত্র। শুধু তাই নয়, নিজেদের আর্থিক সচ্ছলতার কথা প্রকাশ করে খুব শিগগির পাকিস্তানের সঙ্গে আলোচনার কথাও জানিয়েছে তারা।
আইএসের দাবি, পরমাণু অস্ত্রের মালিক হওয়ার পর তাদের প্রধান লক্ষ্য হবে আমেরিকা। তাদের দাবি, খুব তাড়াতাড়িই যুক্তরাষ্ট্রের ওপর আঘাত হানতে চায় এই জঙ্গিগোষ্ঠী।
নিবন্ধটি লিখেছেন দুই বছর ধরে আইএসের হাতে জিম্মি যুক্তরাজ্যের ফটোসাংবাদিক জন ক্যান্টলি। বন্দী করার পর আইএসে তাঁকে তাদের বিভিন্ন বিষয় প্রচারের কাজে ব্যবহার করে আসছে।