পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫০,আহত ১০
প্রকাশিত হয়েছে : ৯:২৮:৩৬,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৪
পাকিস্তানের সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫০ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
মঙ্গলবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর ডন নিউজের। খায়েরপুর সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এম জাফর সুম্রো জানান, দুর্ঘটনায় ৫০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়েছে।
জানা গেছে, খাইবার পশতুনখাওয়ার সোয়াত জেলা থেকে করাচিগামী যাত্রীবাহী বাসটি থেরি বাইপাস এলাকায় আসার পর আরেকটি গাড়িকে ওভারটেক করতে যায়।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ৫০ জন মারা যায়।দুর্ঘটনার পরপরই জরুরি ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। হতাহতদের নিকটস্থ সুক্কুর ও খায়েরপুরের হাসপাতালে নেওয়া হয়েছে।