পাকিস্তানের হিন্দু নাগরিকদের যা বললেন ইমরান খান
প্রকাশিত হয়েছে : ৩:১২:১৫,অপরাহ্ন ০৯ মার্চ ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক:: ভারত-পাকিস্তানের উত্তেজনায় অনেকটা চিন্তিত ছিল পাকিস্তানের হিন্দু নাগরিক। কিন্তু এবার তাদের সাহস যোগালেন ইমরান খান। ‘আমরা হিন্দুদের প্রতি কোনও ধরনের অন্যায় সহ্য করবো না’ বলে মন্তব্য করেছেন তিনি।শুক্রবার দেশটির সিন্ধু প্রদেশের থারপারকার জেলার ছাছরো শহরে একটি জনসমাবেশে তিনি এই মন্তব্য করেন। খবর ডন’র।
ইমরান খান বলেন, আজ আমি এখানে আপনাদেরকে বলতে এসেছি আমার সরকার পূর্ণ সংহতি নিয়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আছে। পাকিস্তানের যেকোনো সংখ্যালঘু সম্প্রদায়কে দেশের নাগরিক হিসেবে সমান অধিকার দেওয়া আমাদের দায়িত্ব। এক্ষেত্রে কোনও ধরনের বৈষম্যকে মেনে নেওয়া হবে না।
এই জনসমাবেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী থারপারকার জেলাবাসীদের জন্য একটি হেলথ প্যাকেজ ঘোষণা করেন, যার অধীনে এক লাখ ১২ হাজার পরিবারকে ‘ইনসাফ হেলথ কার্ড’ সরবরাহ করা হবে।