পাকিস্তানি সেনার শিরশ্ছেদের ভিডিও প্রকাশ আইএসের
প্রকাশিত হয়েছে : ৫:৩৭:১২,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক: আইএস জঙ্গিদের থাবা ক্রমেই জোরালো হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানে। এক পাকিস্তানি সেনার শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে আরো একবার তার প্রমাণ দিল আইএস জঙ্গিরা।
আইএস জঙ্গি সংগঠনের শিকড় ইরাক ও সিরিয়া থেকে ক্রমেই ছড়াচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকায়। চরমপন্থী ইসলামিক রাষ্ট্র তৈরির লক্ষ্যে গত বছর থেকেই পাক ও আফগান সীমান্তে নিজেদের সংগঠন মজবুত করছে আইএস।
সূত্রের খবর, কয়েকজন সাবেক তালেবান জঙ্গিদের মদদে পাকিস্তান ও আফগানিস্তানে নিজেদের ভিত মজবুত করছে আইএস। ২ দেশের মধ্যে কারোর কাছেই তাদের সংগঠন সম্পর্কে বিশেষ তথ্য নেই।
পাক-আফগান সীমান্তে লুকিয়ে গোপনে ইরাকের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে তারা।
প্রকাশ্যে আসা নতুন ভিডিওতে দেখা যাচ্ছে, এক জঙ্গলের মধ্যে প্রায় কয়েক হাজার আইএস জঙ্গি পতাকাসহ উল্লাসে মত্ত।
গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানি তালেবানের মুখপাত্র শাহিদুল্লাহ শাহিদকে এ ভিড়ের মধ্যে দেখা গেছে। প্রায় ১৬ মিনিটের ভিডিওতে এক পাক সেনার শিরশ্ছেদের দৃশ্যটি দেখানো হয়েছে। নিহত সেনার পরিচয় এখনো জানা যায়নি।