পাঁচবিবিতে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব
প্রকাশিত হয়েছে : ৮:২৫:৫৬,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক:: আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাটের পাঁচবিবিতে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। সমিরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও শিক্ষা অধিদফতরের আয়োজনে প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সামছুল আলম দুদু পাঠ্য পুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরউদ্দিন আল ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান পিন্টু, ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা আ’লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মণ্ডল প্রমুখ।