পশ্চাদ্দেশ উন্মুক্ত করে আবারও আলোচনায় কিম
প্রকাশিত হয়েছে : ১:১০:৩১,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক : সম্প্রতি পেপার ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য নিজের পশ্চাদ্দেশ উন্মুক্ত করে আবারও খবরের শিরোনামে পরিণত হলেন। পেপার ম্যাগাজিনের শীতকালিন সংখ্যার জন্য এভাবেই ক্যামেরাবন্দি হন এই রিয়েলিটি তারকা। তবে চলুন দেখে নেয়া যাক পেপার ম্যাগাজিনের জন্য প্রায় বিবসনা কিমের আলোচিত ফটোশুটের কিছু অংশ।