পল্লবীর বিহারী ক্যাম্পে পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষ,আহত ৫
প্রকাশিত হয়েছে : ৯:১৫:৪৩,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: রাজধানীর পল্লবীর বিহারী ক্যাম্পে পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর একটার দিকে বিহারী ক্যাম্পে বিবাদমান দুই গ্রুপের যুবকদের মাঝে সংঘর্ষ শুরু হয়। এসময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে বিবাদমান দুই গ্রুপের যুবকরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে। এ ঘটনায় ৫ জনকে আহত অবস্থায় নিয়ে যেতে দেখা গেছে। তবে কাউকে আটক করা হয়েছে কিনা তা জানা যায়নি।
পল্লবী থানার এসআই রাকিবুল ইসলাম জানান, হতাহত বা কাউকে আটক করা হয়েছে কিনা তা জানা যায়নি। বিস্তারিত পরে জানা যাবে ।