পরেশ চন্দ্র চক্রবর্তীর পরলোক গমণে বিভিন্ন মহলের শোক
প্রকাশিত হয়েছে : ১২:৩৭:০০,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি শিক্ষক প্রতাপ কুমার চন্দ্রের পিতা পরেশ চন্দ্র চক্রবর্তীর পরলোক গমণে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
শোক প্রকাশকারী শিক্ষকরা হলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি আব্দুল মালিক, সিলেট মহানগর শাখার সভাপতি মোঃ রফিক উদ্দিন, সহ সভাপতি সহিদুজ্জামান ও মোঃ সিরাজুল ইসলাম, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক এ.কে.এম সামছুন্নুর, সদর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ মোবারক হোসেন, সাধারণ সম্পাদক সিতাশু রঞ্জন দাস, বালাগঞ্জ শাখার সহ সভাপতি আব্দুছ ছাত্তার, বিয়ানী বাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক খালেদ জাফরী, কোম্পানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক বরুণ রায়, জৈন্তাপুর শাখার সাধারণ সম্পাদক মনির উদ্দিন, ফেঞ্চুগঞ্জ শাখার তপন পাল প্রমুখ।
নেতৃবৃন্দ পরেশ চন্দ্র চক্রবর্তীর পরলোক গমণে তার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।