পরীক্ষায় অবরোধ থাকলে গ্রেপ্তার হতে পারেন খালেদা : ইনু
প্রকাশিত হয়েছে : ১:৫৪:২৩,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: দেশে চলমান অবরোধ কর্মসূচি আসন্ন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রত্যাহার না করা হলে গ্রেপ্তার হতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এমন ইঙ্গিত দিয়েছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সচিবালয়ে তার নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
ইনু বলেন, অবরোধের নামে নৈরাজ্য বন্ধ করতে বিএনপি নেত্রীর প্রতি আমার আহবান, এসএসসি পরীক্ষার সময় অবরোধ কর্মসূচি স্থগিত না করলে আরো কঠোর হতে বাধ্য হব।
প্রয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের মত পদক্ষেপও নিতে হতে পারে।