‘পরীক্ষার সময় ফেসবুক বন্ধ’
প্রকাশিত হয়েছে : ৯:২৩:৫৯,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক ::
প্রশ্ন ফাঁস রোধে পাবলিক পরীক্ষার সময় প্রয়োজনে ফেসবুক বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এজন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাকে (বিটিআরসি) আইন খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আয়োজিত সভায় এ কথা বলেন মন্ত্রী। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয়ে এবার আমরা কঠোর অবস্থানে। যারা এটা করবেন তাদের রেহাই নেই। ধরা পড়লে তিনি বুঝবেন তার কপালে কি আছে। তাই আমি বলছি এবার কেউ ওপথে (প্রশ্ন ফাঁস) হাঁটবেন না। হাত দিলে হাত পুড়ে যাবে।
এছাড়া এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে সার্বিক বিষয় তদারকির জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।