পরীক্ষাকেন্দ্রে চকলেট বোমা বিস্ফোরণ
প্রকাশিত হয়েছে : ১০:১৪:২৪,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
গাজিপুর জেলার চান্দনা হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুর্বৃত্তরা চকলেট বোমা বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটানো হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক আব্দুল হামিদ জানান, সকাল পৌনে ১০টার দিকে কে বা কারা ওই কেন্দ্রর মূল ভবনের দোতলার উত্তর পাশের একটি খোলা জানালা দিয়ে লাল স্কচটেপে মোড়ানো গোলাকার বড় আকারের মার্বেলের মতো একটি চকলেট বোমা ছুড়ে মারে। পরে বোমাটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে শিক্ষক কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।