পরিবর্তন হলো ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের সূচি
প্রকাশিত হয়েছে : ৯:১২:০৭,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক:: ফিলিপ হিউজের মৃত্যুর কারণে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের সূচি পরিবর্তনের পর এবার পরিবর্তন করা হলো একদিনের সিরিজের সূচি।
অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজের পরই ত্রিদেশীয় একদিনের সিরিজ খেলবে ভারত। সিরিজে তৃতীয় দল হিসাবে খেলবে ইংল্যান্ড।
১৬ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে।
আগে এদিনই সিরিজের প্রথম ম্যাচ খেলার কথা ছিল ভারতের। কিন্তু কোহলিদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার জন্য ভারতের প্রথম ম্যাচ পিছিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। কারণ ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শেষ হবে দশই জানুয়ারি। তাই ১৬ জানুয়ারির স্থানে ১৮ জানুয়ারিতে সিরিজের প্রথম একদিনের ম্যাচ খেলবে ভারত।
ভারত এবং ইংল্যান্ড বোর্ডের সঙ্গে কথা বলেই সূচি বদল করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।