পরবর্তী পরীক্ষা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ১০:৩৮:৩৭,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: শঙ্কা কাটিয়ে প্রথমটি ভালভাবে শেষ হলেও, পরের পরীক্ষাগুলো সময়মত হবে কিনা, তা নিয়ে চিন্তিত এসএসসি পরীক্ষার্থীরা।
পরীক্ষা কার্যক্রমকে হরতাল-অবরোধের বাইরে রাখার আর্জি জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকরা। তবে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে পরীক্ষা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা দেবেন তারা।
পরীক্ষা কেন্দ্রে সন্তান। বাইরে উদ্বিগ্ন মা। প্রার্থনা, পরীক্ষা যেন ভাল হয়, আর নিরাপদে যেন ঘরে ফেরা যায়।
নির্ধারিত সময়ে শুরু হয় পরীক্ষা। সৃজনশীল প্রশ্নের মেধাদীপ্ত উত্তরে ধীরে ধীরে ভরে যায় খাতার পাতা।
পরীক্ষা নির্বিঘ্ন করতে রাজধানীর কেন্দ্রে কেন্দ্রে জোরদার ছিল নিরাপত্তা। অভিভাবকদের আশ্বস্ত করার চেষ্টা করেন ডিএমপি কমিশনার।সব শঙ্কা কাটিয়ে পরীক্ষা শেষে হাসিমুখেই পরীক্ষা কেন্দ্র ছেড়েছেন শিক্ষার্থীরা।তবে বাকি পরীক্ষাগুলো সময়মত নিরাপদে হওয়া নিয়ে শঙ্কা রয়ে গেছে সবার মনে।