পরপারে চলে গেলেন প্রখ্যাত গীতিকার গোবিন্দ হলদার
প্রকাশিত হয়েছে : ৭:২৬:১০,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’কালজয়ী গানটির গীতিকার গোবিন্দ হালদার আর নেই। তিনি আজ সকাল ১১টায় কলকাতার জিতেন্দ্র নারায়ণ রায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত শনিবার তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গোবিন্দ হালদারের বয়স হয়েছিল ৮৫ বছর।
তার লেখা ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’-মুক্তিযুদ্ধের সময় এই গানটি অনুপ্রাণিত করেছিল লাখো মুক্তিকামী মানুষকে।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লেখা কৃতি এই গীতিকারের গান ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যাঁরা’ ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’ স্বাধীনতা যুদ্ধে অসামান্য প্রেরণা যুগিয়েছিল।