পপ তারকার কানের ভেতর মাকড়সার বাসা!
প্রকাশিত হয়েছে : ১১:৪১:০৬,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৪
ব্রিটিশ পপ গায়িকা কেটি মেলুয়া এক সপ্তাহ আগে কানের মধ্যে খচমচ শব্দ শোনার পর গত ২৭ অক্টোবর ডাক্তারের কাছে যান তার কান পরীক্ষা করার জন্য। ডাক্তার তার কানের ছিদ্র পরীক্ষা করার পর যা দেখতে পেলে তাতে তার চোখ ছানাবড়া অবস্থা।
কানের ভেতরে বাসা বেঁধে সুখের সময় পার করছে মাকড়সা। এটা কোনো গুজব নয়। অফিসিয়ার ওয়েবসাইটে তিনি নিজেই পিলে চমকানো এই তথ্য ফাঁস করেছেন।
৩০ বছর বয়সী মেলুয়া ব্রিটেনের একজন জনপ্রিয় পপ গায়িকা।
ইন্সটাগ্রামে এক পোস্ট করা এব বিবৃতিতে মেলুয়া বলেন, ‘কানে জমাট বাঁধা শুনার পর পুরানো কিছু দিয়ে কান নিরীক্ষণ করার সময় আমার মনে হল কানের ছিদ্র দিয়ে মাকড়সা জাতীয় কিছু হামাগুড়ি দিয়ে চলছে।’
পপ তারকা তার ভক্তদের বলেন, ‘সাত দিনের মধ্যে মাকড়সা তার কানে বাসা স্থাপন করে। মাঝে মাঝে এটি হামাগুড়ি দিয়ে চলার সময় তীব্র আওয়াজ করত।’
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফিলিপ কোয়েলার জানান, কানের ছিদ্র আসলে পোকামাকড়দের জন্য বেশ আরামদায়ক আবাসস্থল।
কোয়েলার বলেন, ‘এই মাকড়সা সম্ভবত আশ্রয়স্থল হিসেবে তার কানের ছিদ্র দিয়ে প্রবেশ করছেন। তাপ অথবা আর্দ্রতা পাওয়ার জন্যও এটি প্রবেশ করে থাকতে পারে।’
মেলুয়া ইস্টসটাগ্রামকে বলেন, ‘মাকড়সাটি আসলে বেশ ছোট ছিল।’
মেলুয়ার মুখপাত্র জানান, গায়িকা মাকড়সাটিকে তার বাগানে ছেড়ে দিয়েছে, যাতে এটি সেখানে আরো বেশি খাবার পেতে পারে।
সূত্র: হাফিংটন পোস্ট