পপিকে নিজের নায়িকা হিসেবে চান মিলন
প্রকাশিত হয়েছে : ৬:৪৬:৫৮,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: টিভি মিডিয়ার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। টিভিপর্দা থেকে এখন বড়পর্দাতেই বেশি ব্যস্ততা তার। এরই মধ্যে চলচ্চিত্রে ববি, মৌসুমী, মম, আইরিন সুলতানা, মৌসুমী হামিদ, বিপাশা কবিরসহ অনেকের বিপরীতে অভিনয় করেছেন তিনি।
তবে এত নায়িকার বিপরীতে কাজ করার পরও মিলনের মনে কোথায় যেন কমতি থেকেই গেছে। সমপ্রতি সেই কমতিকে ঘিরে নিজের একটি ইচ্ছার কথা জানালেন তিনি। আর তার সেই ইচ্ছাটা হলো চিত্রনায়িকা পপিকে নিজের নায়িকা হিসেবে চান তিনি। এত নায়িকার ভিড়ে পপিকেই কেন নায়িকা হিসেবে চান। এমন প্রশ্নের জবাবে মিলন বলেন, এর আগে টিভি নাটকে পপির সঙ্গে কাজ করেছিলাম।
পপি শুধু একজন ভাল অভিনেত্রী নয়, খুব সহযোগিতাপরায়ণও। আর তাই বড়পর্দাতেও পছন্দের এ নায়িকার বিপরীতে অভিনয় করার ইচ্ছা আমার। ২০১৩ সালে ঈদের টেলিফিল্ম ‘পুতুল রহস্য’তে পপির বিপরীতে অভিনয় করেন মিলন। এ টেলিফিল্মটিতে ব্যাপক সাড়াও পেয়েছেন তিনি।
তবে এবার আর ছোটপর্দায় নয়। বড়পর্দাতেই পপিকে তার নায়িকা হিসেবে দেখতে চান মিলন। বর্তমানে একাধিক চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত এ অভিনেতা। সমপ্রতি তার অভিনীত ‘ভালবাসা সীমাহীন’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। শিগগিরই ছবিটি মুক্তি পাবে। পাশাপাশি সমপ্রতি নতুন তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিলন। প্রতিটিতেই নতুন তিন অভিনেত্রীর সঙ্গে দেখা যাবে তাকে। ছবি তিনটি হলো অনন্য মামুনের ‘ভালোবাসার গল্প’, সায়মন তারিকের ‘ক্রাইম রোড’ ও রশিদ পলাশের ‘নাইওর’।
ছবিগুলোতে যথাক্রমে তার বিপরীতে রয়েছেন আফরিন, শায়লা সাবি ও সাদিয়া। এদিকে টিভি নাটকেও নিয়মিত মিলন। কিছুদিন আগেই চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘স্বপ্নগুলো’ নামের একটি ধারাবাহিকের শুটিং শেষ করেছেন তিনি।