পদ্মা সেতুর উপর দিয়ে রেল গাড়ি চলবে —রেলমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১১:০২:০৫,অপরাহ্ন ২০ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
পদ্মা সেতু দিয়ে ২০১৮ সালে রেলগাড়ি চলবে বলে জানিয়েছেন রেল রেলমন্ত্রী মুজিবুল হক। আজ শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনে পদ্মা রেল সংযোগ প্রকল্পের প্রথম পর্যায়ের (ঢাকা-মাওয়া-ভাঙ্গা) কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, যে দিন থেকে (২০১৮ সালে) পদ্মা সেতু দিয়ে যানবাহন চলবে, সেদিন থেকে রেলও চলবে।
তিনি বলেন, প্রথম পর্যায়ে আমরা ঢাকা-মাওয়া, পদ্মা সেতু-জাজিরা হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ শেষ করবো। আমাদের কাজ শুরু হয়ে গেছে। রেলভবনে সম্পূর্ণ আলাদা একটি কক্ষে পদ্মা সেতু সংযোগের কাজ আলাদাভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চায়না সরকারের অর্থায়নে এই রেলপথটি নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, আগামী বছরের জানুয়ারিতে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০১৮ সালের জুনে রেলপথটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।