পথশিশুদের কর্মদক্ষ করতে প্রশিক্ষণ কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১২:১৭:১৭,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০১৪
চট্টগ্রাম: ‘পথশিশুরা দেশের বোঝা নয়, দেশের সম্পদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সমাজ উন্নয়ন সংগঠন ওডিএমএস, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক গৃহীত প্রকল্পের আওতায় ৪মাস মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে গতকাল। চট্টগ্রামের বিভিন্ন এলাকার পথশিশুদের আত্ননির্ভরশীল করা ও কর্মদক্ষতা বাড়নোর লক্ষ্যে গ্রহণ করা এই কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।ওডিএমএস’র সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক বন্দনা দাশ, প্রকল্প উপ-পরিচালক মোহাম্মদ সরওয়ার হোসেন, প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার রাজিব দাশ, শাকির হোসেন, আবু সাদাত ওমায়ের ও প্রোগ্রাম কো- অর্ডিনেটর রবিন মজুমদার।