পত্নীতলায় হেরোইনসহ দুজন আটক
প্রকাশিত হয়েছে : ৮:১৩:৩৩,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
নওগাঁর পত্নীতলার কেশবপুর এলাকার মোতাহার হোসেনের বাড়ি থেকে ৪ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনের প্যাকেট ও হেরোইনের পুরিয়াসহ দুজনকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ। গতকাল রবিবার তাকে আটক করা হয়। জানা গেছে, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ আব্দুর রফিকের নেতৃত্বে এসআই হাই, এনামুল এবং মোশারফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেশবপুর এলাকার মোতাহার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার দুই ছেলে মিলন (২৮) ও সোহেলকে (২৫) ৪৬৫ গ্রাম হেরোইনের একটি প্যাকেটসহ ৩০৮টি হেরোইনের পুরিয়া আটক করেছে। আটককৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৭৮ হাজার এবং ৩০৮টি হেরোইনের পুরিয়ার ৩০ হাজার টাকা বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ আব্দুর রফিক জানান।
এ ব্যাপারে পতœীতলা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ২৯, তাং ২৮/১২/২০১৪ ইং।