পতেঙ্গা থেকে বেওয়ারিশ লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৮:২১:৪৪,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৪
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে অজ্ঞাত পুরুষের লাশ উদ্বার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স (৫০) হবে।
আজ সোমবার সকাল সাতটায় পতেঙ্গা থানার সি-বীচ সড়কের মোড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পতেঙ্গা থানার উপ-পরিদর্শক আনিসুল হক সিটিজি নিউজকে জানান, সি-বীচ সড়কের মোড়ে আজ সোমবার সকাল ৭টায় দিকে স্থানীয়রা অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ বেওয়ারিশ লাশটি উদ্ধার করে দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের নিকট লাশটি হস্তান্তর করা হয়েছে।
স্থানিয়দের বরাত দিয়ে উপ-পরিদর্শক আনিসুল হক আরো জানান, তার পায়ের অসুস্থ্যতা নিয়ে সে বেশ কয়েকদিন সি-বীচ এলাকায় ঘোরাফেরা করতে দেখে সেখানকার লোকজন। ধারনা করা হচ্ছে চিকিৎসার অভাবে সে মারা গেছে।