পঙ্কজ শরনের বাসায় এরশাদ-ইনু
প্রকাশিত হয়েছে : ৫:১৩:১৭,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরনের গুলশানের বাসায় বৈঠকে করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার রাত ৮টা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত এ বৈঠক চলে। তবে এটি কেবল নৈশভোজ ছিল বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাপার প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রেজা আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।