নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে ছাত্রলীগের শোডাউন
প্রকাশিত হয়েছে : ৫:৫৯:১৬,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোটরসাইকেল যোগে শোডাউন করেছে ছাত্রলীগ। এসময় পুলিশ পাহারায় বিএনপি নেতাকর্মীরা অফিসের প্রবেশপথে দাঁড়িয়ে ছিলেন।
সোমবার সকাল সোয়া ১০ টার দিকে ছাত্রলীগ এই শোডাউন দেয়।
উল্লেখ্য, গত শনিবার গাজীপুরে ২০ দলীয় জোটের সমাবেশ ডাকা হয়। এ সমাবেশ প্রতিরোধে সেখানে পাল্টা সমাবেশ ডাকে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ। সংঘর্ষের আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এরই প্রতিবাদে সোমবার সারাদেশে হরতালের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।