নয়াপল্টনে প্রস্তুত প্রিজন ভ্যান, রায়ট কার
প্রকাশিত হয়েছে : ৬:২০:১৫,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ। সেখানে পুলিশের প্রিজন ভ্যান, রায়ট কার প্রস্তুত রাখা হয়েছে।
তবে বিএনপির ডাকা অবরোধের প্রথম দিনে সকাল সাড়ে ৯টা পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কোনো নেতা-কর্মীর দেখা মেলেনি। কার্যালয়ের প্রধান গেটে তালা লাগানো রয়েছে। তিন থেকে চার প্লাটুন পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্বে আছে।
পুলিশ ইন্সপেক্টর মুস্তাফিজুর রহমান রাইজিংবিডিকে বলেছেন, ‘এখনো বিএনপির কোনো নেতা-কর্মী এখানে আসেননি। এখানে যেসব অলিগলি রয়েছে তার প্রতিটিতে পুলিশ চেকপোস্ট ও নিরাপত্তা প্রহরী বসানো হয়েছে, যাতে কেউ চোরাগোপ্তা হামলা চালাতে না পারে।’
এখানে কিছু কিছু দোকানপাট খুলেছে এবং সামনের রাস্তা দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।