নৌমন্ত্রীর মিছিলে ককটেল হামলা
প্রকাশিত হয়েছে : ৭:২০:১৭,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ঘেরাও করতে মিছিল নিয়ে যাওয়ার সময় নৌমন্ত্রী শাহজান খানের মিছিলে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
সোয়া ১২টার দিকে গুলশান-২ নম্বরে মিছিলটি আসা মুহূর্তেই একটি ককটেল ছুঁড়ে মারা হয়। তবে এতে কেউ আহত হয়নি।
বর্তমানে বিএনপির নেতৃত্বাধীন ২০ জোটের চলমান হরতাল-অবরোধের প্রতিবাদে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়কে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের মিছিলে নেতৃত্ব দিচ্ছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।
এর আগে সকালে খালেদার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে ঢাকা উত্তর মহিলা লীগ।