নো.বি.প্র.বি শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন´র Ph.D ডিগ্রী অর্জন
প্রকাশিত হয়েছে : ৯:৩৯:৩১,অপরাহ্ন ১৪ মে ২০১৫
ড. মোহাম্মদ বেলাল হোসেন সম্প্রতি University Brunei Darussalam, Brunei থেকে সাফল্যের সাথে PhD ডিগ্রী অর্জন করেন। তার PhD গবেষনার বিষয় ছিল Microinvertebrate Community Structure and Function in the Brunei Estuarine System: The effect of acidification. বর্তমানে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৎস ও সমুদ্র বিজ্ঞান বিষয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ড. হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কেন্দুয়া গ্রামের মৃত আঃ ছোবান ও দেলোয়ারা বেগমের প্রথম পুত্র। তার এই ডিগ্রী অর্জনে অনুপ্রেরনা দানকারী দাদী আশ্রাফুন্নেছা, ভাই প্রফেসর ড. জয়নুল আবেদীন ও চাচা প্রফেসর রাব্বানীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।