নোয়াখালী শহরে ২০ দলের মিছিল, গুলিবিদ্ধ ৮, আটক ৬
প্রকাশিত হয়েছে : ৬:২৮:০৮,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: নোয়াখালীতে যুবদলের দুই কর্মী নিহতের প্রতিবাদে ও সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ২০দলের নেতাকর্মীরা করার সময় ৮ কর্মী গুলিবিদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাইজদীর জজকোর্ট ও টাউনহল এলাকায় এসব ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলো আবির , নজরুল ইসলাম, কাউচার , নজরুল ইসলাম , হেদু, নাসিম , মিলন ও বারেক।
জানা গেছে, সকাল ১০টার দিকে মিছিলটি শহরের প্রধান সড়কের দিকে আসার চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে ছাত্রদলের ৮ কমী গুলিবিদ্ধ হয়। পরে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় ঘটনাস্থল থেকে ২০দলের ছয় নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো ফারুক ,নোমান, নিশান ,আকরাম ও সাগর সহ ৬জন ।
এঘটনাকে কেন্দ্র করে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নোয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফরহাদ চৌধুরী চয়ন জানান, বেগমগঞ্জ উপজেলায় পুলিশের গুলিতে দলের কর্মী নিহত হওয়ার প্রতিবাদে হরতালের সমর্থনে ২০ দলীয় জোট মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়কের দিকে অগ্রসর হলে অর্তকিতে পুলিশ মিছিলে গুলি চালায়। এতে আমাদের ৮ কর্মী গুলিবিদ্ধ হয় এবং ৬জনকে আটক করা হয়েছে।
সুধারাম থানার (ওসি) আনোয়ার হোসেন জানান, নাশকতা এড়াতে ২০দলের মিছিলকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার কথা আমার জানা নাই।