নোয়াখালীর সেনবাগে পত্রিকাবাহী মাইক্রোবাসে আগুন
প্রকাশিত হয়েছে : ৮:০৬:৫৭,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ২০ দলীয় জোটের অবরোধের অষ্টম দিন আজ মঙ্গলবার ভোর ৬টায় পত্রিকাবাহী মাইক্রোবাসে আগুন দেয় অবরোধ সমর্থনকারীরা।
আজ মঙ্গলবার নোয়াখালী সেনবাগ উপজেলার সেবারহাট পূর্ব বাজারের ইউনিয়ন ব্যাংকের সামনে (ফেনী-চৌমুহনী) সড়কে প্রথম আলোর (চট্টগ্রাম-চ ১১-২৫৭৩) পত্রিকাবাহী মাইক্রোবাসের ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে আগুন দেয় এবং একটি ট্রাক ভাংচুর করে অবরোধ সমর্থনকারীরা। এই সময় ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে অবরোধকারীরা পালিয়ে যায়। গাড়িটি পত্রিকা দিয়ে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।