নোয়াখালীতে রোববার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশিত হয়েছে : ১০:২০:০৮,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রোববার নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি এবং সোনাইমুড়ীতে ছাত্রদল কর্মী মোরশেদ আলম পারভেজ হত্যার প্রতিবাদেিএ হরতালের ডাক দিয়েছে দলটি।
শনিবার দুপুর ১২টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশিদ আজাদ হরতালের বিষয়টি নিশ্চিত করে জানান, নোয়াখালী জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি রোববার রাতে গুলশান-২ নম্বর এলাকা থেকে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানকে আটক করে র্যা ব। এদিকে গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার সোনাপুর গ্রামের তেমুহনী এলাকায় সন্ত্রাসী জিসান বাহিনীর সদস্য ও যুবলীগের নামধারী ক্যাডার জাকির হোসেনের সন্ত্রাসী বাহিনীর গুলিতে ওই ইউনিয়ন ছাত্রদল কর্মী মোরশেদ আলম পারভেজ নিহত হয়।