নোয়াখালীতে যুবলীগের গুলিতে ছাত্রদল কর্মী নিহত
প্রকাশিত হয়েছে : ৬:১৩:০১,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক:: জেলার সোনাইমুড়ি উপজেলায় যুবলীগের গুলিতে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। নিহত ছাত্রদল কর্মীর নাম মোরশেদ আলম পারভেজ (২৬)। স্থানীয় জিসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও যুবলীগ ক্যাডার জাকির তাকে গুলি করে হত্যা করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বৃহস্পতিবার রাতে সোনাইমুড়ি আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের তিনতেড়ী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া আবিরপাড়া বাজারে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে ২ জন গুলিবিদ্ধ হয়।
এ ঘটনার জের ধরে রাত সাড়ে ১১টার দিকে আবিরপাড়া গ্রামের তিনতেড়ী এলাকায় শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড ও যুবলীগের ক্যাডার জাকির হোসেন ছাত্রদল নেতা মোরশেদ আলম পারভেজকে দেখতে পেয়ে তাকে লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই পারভেজ মারা যায়।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দোষীকে গ্রেফতারে অভিযান চলছে।