নোয়াখালীতে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশিত হয়েছে : ৯:১৩:০৫,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো: শাহজাহানকে আটকের প্রতিবাদে মঙ্গলবার জেলায় সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ হরতালের বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো: শাহজাহানকে আটকের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার জেলাতে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতালের আহ্বান করা হয়েছে।তিনি শান্তিপূর্ণভাবে হরতাল পালন করার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।উল্লেখ্য, রোববার দিবাগত রাতে গুলশান-২ নম্বর এলাকা থেকে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য মো: শাহজাহানকে আটক করেছে র্যাব।