নোয়াখালীতে বিএনপির ২৮ কর্মী আটক
প্রকাশিত হয়েছে : ৭:৪৮:০৭,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ২০ দলীয় জোটোর ডাকা অনির্দিষ্টকালের অবরোধকে কেন্দ্র করে যে কোন ধরনের নাশকতা এড়াতে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপিও জামায়াত-শিবিরের ২৮ কর্মীকে আটক করেছে পুলিশ।শনিবার রাত থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।আটককৃত কর্মীদের মধ্যে ২৭জন বিএনপি ও ১ জন জামায়াত কর্মী রয়েছে ।জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ জানান,জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ২৮জনকে আটক করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ন স্থানে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।