নোয়াখালীতে বিএনপির ১১ কমী আটক
প্রকাশিত হয়েছে : ৬:৪০:৩২,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা এড়াতে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ১১ কর্মীকে আটক করেছে পুলিশ।শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।আটককৃত কর্মীদের মধ্যে ১১জন বিএনপির কর্মী রয়েছে।জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ জানান, জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১১জনকে আটক করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।