নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে আওয়ামিলীগের মিছিল-সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১০:২৪:০২,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০১৫
স্টাফ রিপোর্টার::
বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামিলীগ। ২০ দলীয় জোটের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে নগরীর কোর্ট পয়েন্ট থেকে একটি হরতাল বিরোধী বের করে মিছিল করে সিলেট জেলা ও মহানগর আওয়ামিলীগ।
সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামিলীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারন সম্পাদক আসাদ উদ্দিন। এসময় উপিস্থত ছিলেন সিলেট জেলা ও মহানগর আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কুমিল্লা ও ঢাকায় খালেদা জিয়াকে গাড়ি পুড়ানোর মামলায় হুকুমের আসামী করার প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়েছে ২০ দলীয় জোট।