নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে
প্রকাশিত হয়েছে : ৯:৫৬:৫৫,অপরাহ্ন ০১ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: নেপালে শনিবারের ভূমিকম্পে ৬ হাজার ২শ জনের বেশি মারা গেছে। এতে আহত হয়েছে আরো ১৩ হাজার ৯শ ৩২ জন। বৃহস্পতিবার সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে দেশটির ন্যাশনাল ইমারজেন্সি অপারেশন সেন্টার।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ওই ভূমিকম্পে প্রতিবেশি দেশ ভারত এবং চীনে ১শর বেশী মানুষ মারা গেছে। দি রেড ক্রস অবশ্য ভূমিকম্পের উপকেন্দ্রের প্রত্যন্ত অঞ্চলের সম্পূর্ণ ক্ষয়ক্ষতি সম্পর্কে সতর্ক করে দিয়েছে। যদিও নেপাল সরকার ভূমিকম্পের পর পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছে। ভূমিকম্পের পর কাঠমান্ডু শহরের পুরো চেহারাই যেন পাল্টে গেছে। পর্যটনকেন্দ্র নগরী হিসেবে খ্যাত কাঠমান্ডু এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
তবে কর্মকর্তারা বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। মৃতের সংখ্যা ১০ হাজারে দাঁড়াতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী সুশীল কৈরালা।
‘দ্য ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার’ আরো জানিয়েছে, ভূমিকম্পে পুরোপুরি ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ১৩ লাখের বেশি। আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ৮৫,৮৫৬ টি। ১০ হাজারের বেশি সরকারি ভবন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।