নেইমার আহত
প্রকাশিত হয়েছে : ৭:০৯:০৭,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক:: বার্সেলানোর মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যকার খেলায় দারুণভাবে আহত হয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ওই ম্যাচে ৩-১ এ জয় পেয়েছে মেসি-নেইমাররা।
এদিন ম্যাচের ১২ মিনিটে নেইমার গোলের দেখা পান। ফলে ব্রাজিলিয়ান অ্যাটলেটিকো মাদ্রিদের টার্গেটে পরিণত হন। ম্যাচের ১৬ মিনিটে নেইমার প্রতিপক্ষের ডি বক্সের প্রান্ত থেকে বল মারতে যাবেন, ঠিক এমন সময় বলের দখল নিতে নেইমারের পায়ের ওপর সজোরে ঝাঁপিয়ে পড়েন অ্যাটলেটিকোর হোসে গিমিনেজ। তার বুট মারাত্মকভাবে নেইমারের ডান পায়ে আঘাত করে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন নেইমার। এর কিছুক্ষণ পর তার পা দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। পরে মেডিক্যাল স্টাফরা এসে তাকে মাঠের বাইরে নিয়ে যান। স্ট্রেচারে করে মাঠের বাইরে যাওয়ার সময় রক্তাক্ত মোজা দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিলিয়ান তারকা।