নীলফামারীতে শিবিরকর্মী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৬:৩১:৪৬,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: নীলফামারীর ডিমলায় নজরুল ইসলাম নজু (২৭) নামে এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নজু ডিমলার নাউতারা ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে। গত বছরের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও সহিংসতা ঘটিয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের মামলার আসামি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী জানান, গ্রেফতারকৃত নজু শিবিরের সক্রিয় কর্মী। সে এই মামলায় পলাতক ছিল। রবিবার তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।