নীলফামারীতে পানির নালা নিয়ে সংঘর্ষে আহত ১০
প্রকাশিত হয়েছে : ৩:৪৫:০৩,অপরাহ্ন ০৩ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বড় সংগলশী তেবাড়ীয়া গ্রামে টিওবয়েলের পানির নালাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, বাড়ীর পাশ্ববর্তী একটি টিওবয়েলের পানি যাওয়ার নালাকে কেন্দ্র করে গতকাল ওই গ্রামের আব্দুর রশিদের স্ত্রী আহিদা বেগমের সাথে একই গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী আখতারী বেগমের প্রথমে বাকবিতন্ডা শুরু হয়।
এক পর্যায়ে আহিদা বেগম ও তার পরিবারের লোকজন আখতারীর ছেলে আসাদুজ্জামানকে ধরে মাটিতে ফেলে গলা টিপে ধরলে সংঘর্ষ শুরু হয়। এতে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আসাদুজ্জামান (২৫), আয়শা সিদ্দিকা (২০), ইসাহাক (৩০) ও হাফিজুল ইসলাম (৫০)কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহত আসাদুজ্জামান জানান প্রতিপক্ষ আহিদা বেগম আমাদের ফাঁসাতে ঘটনার পরে নিজেই নিজের ঘাড় কেটে হাসপাতালে ভর্তি হয়।
এদিকে আখতারী বেগম জানান ঘটনার সময় প্রতিপক্ষের লোকজন তার স্বামীর ব্যবসার ২ লাখ ৭৩ হাজার টাকা ছিনিয়ে নেন।