নীলফামারীতে ট্রেনে ঝাপিয়ে পড়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১২:১৩:০৯,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
নীলফামারীর ডোমারের চিলাহাটিতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে শিরিণ সুলতানা পিংকী (২০) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। পিংকী সৈয়দপুর
উপজেলার বানিয়াপাড়া গ্রামের দুলাল হোসেনের কন্যা ও সৈয়দপুরের উপকন্ঠে কামারপুকুর ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী বলে তার ডায়রী
থেকে জানা গেছে। রোববার বিকাল ৪টার দিকে ওই এলাকার কেতকীবাড়ি নামক স্থানে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় চিলাহাটি থেকে রাজশাহীগামী আন্ত:নগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল। এসময় ওই ছাত্রীটি চলন্ত ট্রেনের নীচে ঝাঁপিয়ে
পড়লে ঘটনাস্থলে নিহত হয়। কেতকীবাড়ি এলাকার বাসিন্দা পিংকীর খালু আব্দুস সোবহান বলেন, সৈয়দপুর থেকে পিংকী তার বাড়িতে সকালে বেড়াতে
আসে। বিকেলে সে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তার সাথে থাকা ডায়রী ও চিরকুটে সে লেখে যায়, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এ
ব্যাপারে সৈয়দপুর জিআরপি থানায় ইউডি মামলা হয়েছে।