‘নীরব প্রতিবাদে’ রাস্তায় নামছেন মন্ত্রীরা
প্রকাশিত হয়েছে : ৪:০০:২৮,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি জোটের অবরোধ-হরতালের নামে নাশকতার বিরুদ্ধে ‘নীরব’ প্রতিবাদে রাস্তায় নামছেন মন্ত্রিসভার সদস্যরা। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় সচিবালয়ের প্রধান ফটকে এই কর্মসূচিতে বেশ কয়েকজন মন্ত্রী অংশ নেবেন। মন্ত্রীদের দিনের কর্মসূচি থেকে বিষয়টি জানা যায়। দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করতে না পেরে লাগাতার অবরোধ ডাকেন বিএনপি চোরপারসন খালেদা জিয়া।
এরই মধ্যে ১ ফেব্রুয়ারি থেকে আবার টানা হরতালে বিভিন্ন স্থানে সহিংসতায় প্রতিদিন প্রাণহানি ঘটছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লায় যাত্রীবাহী বাসে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে আটজনের। বিএনপি জোটের কর্মসূচির কারণে প্রায় ১৫ লাখ পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষাও পেছানো হয়।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের এক সংবাদ সম্মেলনে ‘রাস্তায় নামার কর্মসূচি’ ঘোষণা করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। কর্মসূচিতে নৌমন্ত্রী ছাড়াও রেলমন্ত্রী মুজিবুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে রাস্তায় দাঁড়িয়ে, যানবাহনে হর্ন বাজিয়ে এবং ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বাঁশি বাজিয়ে চলমান সন্ত্রাসের প্রতিবাদ জানানোর আহ্বান জানান নৌমন্ত্রী। এতে আরও জানানো হয়, বৃহস্পতিবার বেলা একটায় সড়ক, নৌ ও রেলসহ সব যানবাহনে এক মিনিট হর্ন বাজিয়ে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদ জানানো হবে।
একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে এক মিনিট বাঁশি বাজিয়ে চলমান সন্ত্রাসের প্রতিবাদ জানাবেন ব্যবসায়ীরা।
এর আগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি এক কর্মসূচিতে সচিবালয়ের সামনে নেমে এসেছিলেন মন্ত্রিসভার সদস্যরা।