নিষিদ্ধ বালোতেল্লি, ২৫০০০ ডলার জরিমানা
প্রকাশিত হয়েছে : ১০:১২:১৮,অপরাহ্ন ১৯ ডিসেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক::
লিভারপুল স্ট্রাইকার মারিও বালোতেল্লিকে এক ম্যচের জন্যে নিষিদ্ধ করল ফুটবল সংস্থা (এফএ)।
সেই সঙ্গে ২৫০০০ ডলার জরিমানা করা হয়েছে এই ইতালিয়ানকে।
তাঁর বিরুদ্ধে Football Association Rule E3(1)ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে।
মারিও তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্টে সাম্প্রদায়িকতার জন্ম দেয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ফুটবল সংস্থা। এবং মারিওকে শিক্ষা বিষয়ক প্রোগ্রামে অংশগ্রহণের নির্দেশও দেয়া হয়।
এর ফলে রোববার আর্সেনালের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে দেখা যাবে না তাকে।
সম্প্রতি ইনস্টাগ্রামে সুপার মারিও ছন্দনামে একটি ভিডিও গেমের ছবি আপলোড করেছেন এই তারকা। যেখানে ব্ল্যাকম্যানের মত লাফ দিচ্ছেন মারিও এবং ইহুদিদের মত দখল নিচ্ছেন মুদ্রার।
এ ছবির জন্যেই তাকে অভিযুক্ত করা হয়। অবশ্য এমন কাণ্ডের জন্যে দুঃখ প্রকাশ করেন বালোতেল্লি।