‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কোন বিষয়ে ছাড় দেয়া হবে না’
প্রকাশিত হয়েছে : ১০:০৯:৩১,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কোনো বিষয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলির প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন সিইসি।
নির্বাচনে কালো টাকা ও পেশী শক্তি বন্ধে প্রার্থীদের সহযোগিতা চেয়ে কাজী রকিবউদ্দিন বলেন, আমরা চাই এই অপসংস্কৃতি বন্ধ হোক। এ জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সে লক্ষ্যেই এবার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রার্থীদের ২ লাখ ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কাজী রকিবউদ্দিন বলেন, ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সিইসি বলেন, কোনোভাবেই ভোটকেন্দ্রে বেআইনি কাজ করতে দেওয়া যাবে না। ভোটাররা যাতে সুষ্ঠুভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। বিশৃঙ্খলায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। হলফনামায় মিথ্যা তথ্যদানকারীদের উদ্দেশে সিইসি বলেন, কেউ হলফনামায় মিথ্যা তথ্য দিলে রক্ষা নেই। নির্বাচনের আগে ও পরে তাদের বিরুদ্ধে এ্যাকশন নেওয়া হবে।
প্রার্থীদের উদ্দেশে সিইসি বলেন, আপনাদের কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা রিটার্নিং অফিসারকে লিখিত দেবেন। যাতে আমরা তদন্ত করে ব্যবস্থা নিতে পারি। ভোটকেন্দ্রে সুব্যবস্থা থাকবে। প্রার্থী, এজেন্ট এবং মিডিয়া ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে। ভোটকেন্দ্রেই ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
কোনো বিষয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না মন্তব্য করে তিনি বলেন, কারোর মুখ দেখে নয়, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী ১৯ এপ্রিল আইন-শৃঙ্খলা বাহিনীর মিটিং রয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে, সেনাবাহিনী মোতায়েন করা হবে কি-না।