নির্বাচন কোনো মিলাদ কিংবা বনভোজন নয় : আশরাফ
প্রকাশিত হয়েছে : ১২:২৯:২২,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
নির্বাচন কোনো মিলাদ কিংবা বনভোজন নয় মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি ইচ্ছে করে ৫ জানুয়ারির নির্বাচনে আসেনি। এখন তারা পস্তাইতেছে। নির্বাচন এমন কোনো অনুষ্ঠান নয় যে কাউকে দাওয়াত দিয়ে আনতে হবে। সোহরাওয়ার্দী উদ্দ্যানে ক্ষমতাসীন দলটির সমাবেশে এসব কথা বলেন আশরাফ।
সম্প্রতি বিএনপিপন্থী বুদ্ধিজীবী এমাজ উদ্দিন বলেছেন, বিএনপি শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেও নির্বাচনে যেতে পারেন।
এমাজ উদ্দিনের এই কথার সূত্র ধরে আশরাফ বলেন, কেন তিনি আগে বেগম খালেদাকে শেখ হাসিনার অধীনে নির্বাচন করার বুদ্ধি দিলেন না। তাহলে দেশের সাধারণ মানুষের এত ক্ষয়ক্ষতি হত না।
আগামী নির্বাচনও শেখ হাসিনার অধীনে হবে দাবি করে তিনি বলেন, সেই নির্বাচনেও আপনারা না আসতে পারেন। আর যদি না আসেন, তবে সেই পাঁচ বছরে আপনাদের কোনো অস্তিত্বই থাকবে না।