নির্বাচনে মুখোমুখি যখন স্বামী-স্ত্রী
প্রকাশিত হয়েছে : ১:১২:৩৫,অপরাহ্ন ১২ জুন ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
‘এই নির্বাচনে আমি তোমাকে পরাজিত করবো।’ ওয়াশিংটনের ব্রেমারটন সিটি কাউন্সিলম্যান রয় রিউনিউয়নকে এমনটাই বললেন তার স্ত্রী কিম ফকনার।
গত সপ্তাহে রয় নিউনিয়ন তাকে পরাস্ত করার জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। এ জন্য তার আসনে মধ্যবর্তী নির্বাচন আহ্বান করা হয়। এই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন তারই সহধর্মিনী কিম ফকনার। স্বামী-স্ত্রী ছাড়াও এই নির্বাচনে প্রার্থী হয়েছেন রিচার্ড হাডি নামের তৃতীয় আরেকজন ব্যক্তি। কিন্তু গোটা শহরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই প্রতিদ্বন্দ্বী দম্পতি।
কিম বলেন, ‘এতোদিন আমি শুধু বসে থাকতাম আর বলতাম, “আমার মনে হয়, শহরে একজন আরো যোগ্যতাসম্পন্ন কাউন্সিলম্যান প্রয়োজন। যে অফিসে দৌড়াবে আর টুপিতে আমার নাম লিখবে’।
এর প্রতুত্তরে রয় বেশ কূটনৈতিক মন্তব্য করেন। তিনি বলেন, ‘তার (কিম) কথা শুনে আমি বিষ্মিত হতাম আর বলতাম, “ওয়াও! আমার মনে হয়, তোমার সত্যিই একটা ভালো চাকুরি দরকার’।
কিম ফকনার বলেছেন, এই নির্বাচনে যদি তার স্বামী পুরর্নির্বাচিত হন, তবে তিনি তাকে অভিনন্দন জানাবেন। তিনি বলেন, ‘জীবন তার মতোই এগিয়ে যাবে’।
রয় রিউনিয়নকে জিজ্ঞেস করা হয়, যদি তার স্ত্রী নির্বাচনে জয়ী হন, তবে তিনি কি করবেন? উত্তরে মুচকি হেসে রয় বলেন, ‘আমি ভারমুক্ত হবো’। তারা নির্বাচনে পরষ্পরের প্রতিদ্বন্দ্বী। এতে তাদের পারিবারিক জীবনে কোনো প্রভাব পড়ছে কিনা, জানতে চাইলে রয় জানান, ‘জীবন স্বাভাবিকভাবেই এগিয়ে চলছে। আমরা আগের মতোই সুখি’।-সূত্র: এনবিসি নিউজ।